Why International Women’s Day? To whom it may concern

Nabila P. Bristi
2 min readMar 9, 2018

যারা নারী দিবস পালন করা নিয়ে হাউ কেউ করেন, এবং যাদের প্রশ্ন, যে নারীরা সম-অধিকার চায়, অথচ মহিলা সিট, মহিলা কোটা, এসবে বিশ্বাসী, তাদের জন্য কয়েকটা কথা।

১. সম-অধিকার চায়, “অথচ” মহিলা সিট, মহিলা কোটা নয়, সম-অধিকার চায় “তাই” মহিলা সিট মহিলা কোটা।

কখনও affirmative action এর নাম শুনেছেন? It is the policy protecting members of a disadvantaged group who suffer or have suffered from discrimination within a culture. (i)

খাঁটি বাংলায়, সমাজে যেসব গোষ্ঠী নানা বৈষম্যগত কারণে পিছিয়ে আছেন, তাদেরকে কিছু সুবিধা দেওয়া যাতে তারা এগিয়ে আসতে পারে।

যে মনোভাবনা থেকে আপনি বলছেন, যে “সম-অধিকার চায়, ‘অথচ’ মহিলা সিট, মহিলা কোটা”, সেটির গোড়ায় একটি assumption, যে, নারী পুরুষ উভয়ই সমান জায়গায় আছে। একটি race যেটির same point থেকে দুজন অগ্রসর হবে। যেখানে বাস্তবিকভাবে, একটি পুরুষ যদি starting line থেকে শুরু করে, একটি নারী শুরু করছে তার শত শত মাইল দূর থেকে।সেটি কিভাবে? আসে পাশে তাকিয়ে দেখলেই তার শত নিদর্শন দেখতে পারবেন। একটি বাসে করে আপনি যখন যাচ্ছেন, কতবার দেখেছেন, যে একটি পুরুষ তার বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে? যেখানে মহিলা বাচ্চা কোলে করে travel করছে, তার অগণিত চিত্র আমি নিশ্চিত সবারই দেখা হয়েছে।এডুকেটেড বা uneducated, চাকরিজীবী বা হাউজওয়াইফ, সংসারের দায়িত্বগুলো asymmetrically মহিলাদের ওপর পরে।Educated, চাকরিজীবী মহিলার ক্ষেত্রেও, কম সংখক ক্ষেত্রেই দেখা যাবে, যে ঘরের পুরুষেরা ঘরের কাজগুলোয় সহযোগিতা করছে। (ii)
নানা প্রতিকূলতা পার করে একটি নারী এগিয়ে আসার চেষ্টা করছে। এ ছোট কয়েকটি উদ্যোগ তার চলার পথে যে বাধাগুলো, সেগুলোকে অতিক্রম করায় কিঞ্চিৎ সাহায্য করছে মাত্র।

২. নারী দিবস ও তার অপ্রয়োজনীয়তা। কেন নারী দিবসে বেগুনি পড়বো ইত্যাদি: যুগ যুগ ধরে নারীরা নিজের অধিকারের জন্য যে লড়াই করে এসেছে, তা উদযাপন করার জন্য একটি দিন। ১৯০৮ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রে গার্মেন্টস কর্মীরা তাদের কর্মসংস্থানগুলোতে পুরুষদের থেকে কম বেতনে কাজ করা, higher-level posts এর জন্য considered না হওয়া, এবং নিজ কর্মসংস্থানে পুরুষদের হাতে যৌন নিপীড়ণের শিকার হওয়ার প্রতিবাদে হরতাল করেন। এক বছরেরও বেশি চলে সে হরতালগুলো। তাই ১৯০৯ সালে, on the anniversary of those strikes, the first women’s day was celebrated. (iii)

এখন যদি বলেন, বেগুনি পরবে কেন? Purple is historically associated with efforts to achieve gender equality. (iv)

এটি একটি প্রতীক। জাতীয় পতাকাও একটা প্রতীক। আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি লাল সবুজ পরে। স্মরণ করি আমাদের গৌরবের ইতিহাস। Women’s day is just a way to acknowledge the long history of struggle that women have had to face since the beginning of time, and celebrating how far we’ve come.

(i) https://en.wikipedia.org/wiki/Affirmative_action
(ii) http://www.thedailystar.net/.../female-graduates-most...
(iii) http://time.com/5187268/international-womens-day-history/
(iv) https://hellogiggles.com/.../people-wear-purple-on.../

--

--

Nabila P. Bristi

F.R.I.E.N.D.S lover. Beatles groupie (or Band Aid). Picky eater. Professional expertise: Falling asleep absolutely anywhere, with or without back support.